Monday, February 18, 2013

মহান রাব্বুল আলামীন আমাদের প্রত্যেককে অপার সম্ভাবনাময় হিসেবে সৃষ্টি করেছেন। একটা শিশু যখন ভূমিষ্ট হয় তখন সে বাস-বিকই একজন জিনিয়াস হিসেবে জন্মগ্রহণ করে। কিন' বাবা-মা এবং আমাদের পারিপার্শ্বিক অজ্ঞতা এবং অদূরদর্শিতার কারণে শিশুদের এ বিশাল গুণটি চাপা পড়ে যায়। একটা শিশু যেখানে ছোটবেলা থেকেই প্রকৃত মানুষ হিসেবে বড় হবার কথা সেখানে জাগতিক নানা বেড়াজালে আবদ্ধ হয়ে স্কুলের গন্ডি পেরোবার আগেই অনেক শিশু বিপথগামী হচ্ছে। তাই আজ আমাদের রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ স-র থেকে শুরু করে সমাজবিজ্ঞানীগণও দিশেহারা হয়ে পড়েছেন। এ অবস'া চলতে থাকলে আমাদের ছোট্ট সোনমণিদের ভবিষ্যত কী হবে? কী হবে এ দেশের ভবিষ্যত?

বিগত ৬০/৭০ বছরের স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় স-রের ছাত্র-ছাত্রীদের মৌলিক যোগ্যতা সম্পর্কিত তুলনামূলক বিশ্লেষণ যদি করা হয় তবে দেখা যাবে প্রযুক্তিগত এত উৎকর্ষতার যুগেও মানবিক মূল্যবোধ কিংবা মৌলিক গুণাবলীর ক্ষেত্রে সূচক ক্রমান্বয়ে নিম্নমুখী।

মানুষকে বলা হয় ‘আশরাফুল মাখলুকাত’; কিন' বর্তমানে আমাদের সমাজের যে চেহারা, আমরা যা করছি তার অনেক কিছুই একটা পশুর চেয়েও নিকৃষ্ট মানের। অথচ আমাদের জানা নেই আল্লাহ প্রদত্ত যে ক্ষমতা ছোটবেলা থেকেই সকলের অজ্ঞাতসারে চাপা পড়ে গেছে তা যথাযথ পরিশীলনের মাধ্যমে অনেক কিছুই করা সম্ভব। আজ আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে, একজন মানুষ তার মসি-ষ্কের উভয় অংশের কার্যকর সৃষ্টিশীল প্রয়োগের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করতে সক্ষম এবং মানব সভ্যতার উন্নয়নকল্পে যথাযথ অংশগ্রহণের মাধ্যমে নিজেকে প্রকৃত ‘সৃষ্টির সেরা জীব’ হিসেবে উপস'াপন করতে পারে।

বিজ্ঞান সম্মত দীর্ঘ গবেষণার মাধ্যমে উপস'াপিত মন নিয়ন্ত্রণ পদ্ধতি ‘চিলড্রেন মাইন্ড ট্রেনিং কোর্স’, যার মাধ্যমে আপনার সন-ান স্রষ্টা প্রদত্ত সুপ্ত এবং লুপ্তপ্রায় ক্ষমতাকে ব্যবহার করে নিজেকে একজন জিনিয়াস এবং প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে। সর্বোপরি, লেখাপড়ায় কাঙ্খিত ফল লাভ, যে কোনো ধরণের বদভ্যাস থেকে মুক্ত, আচরণগত দিক দিয়ে অন্যদের থেকে অতুলনীয় এবং ব্যক্তিত্ব সম্পন্ন একজন অনুকরণীয় আদর্শবানে পরিণত হবে।

No comments: